ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

জাতীয়

রাজবাড়ীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মৎস্যজীবীর আত্মহত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৫২, মে ২২, ২০২২
রাজবাড়ীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মৎস্যজীবীর আত্মহত্যা

রাজবাড়ী: রাজবাড়ী শহরের ড্রাই আইস ফ্যাক্টরি এলাকায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আনন্দ সরকার (৫৫) নামে এক মৎস্যজীবী আত্মহত্যা করেছেন।

রোববার (২২ মে) সকাল ৮টার দিকে রাজবাড়ী থেকে কুষ্টিয়াগামী সাটল ট্রেনে এ ঘটনা ঘটে।

নিহত আনন্দ সরকার রাজবাড়ী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ড্রাই আইস ফ্যাক্টারি এলাকার বাসিন্দা। তিনি খালে বিলে কুইচা মাছ ধরে সংসার চালাতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ট্রেন এলে আনন্দ সরকার ট্রেনের নিচে ঝাঁপ দেন। এ সময় কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পারিবারিক কলহ বা অসুস্থতার কারণে তিনি এমন কাজ করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

জিআরপি থানার উপ পরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামান জানান, মরদেহের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১০৪৭ ঘণ্টা, মে ২২, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।