ঢাকা, সোমবার, ২৯ বৈশাখ ১৪৩২, ১২ মে ২০২৫, ১৪ জিলকদ ১৪৪৬

জাতীয়

কক্সবাজার সাগর তীরে মিললো দুই যুবকের মরদেহ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫৫, মে ২৪, ২০২২
কক্সবাজার সাগর তীরে মিললো দুই যুবকের মরদেহ

কক্সবাজার: কক্সবাজারের সমুদ্রসৈকত এলাকা থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

মঙ্গলবার (২৫ মে) ইনানী সৈকত ও শহরের কবিতা চত্বর এলাকা থেকে তাদের মরদেহ করা হয়।

কক্সবাজার সদর থানার পরিদর্শক (অপারেশন) নাছির উদ্দিন মজুমদার বাংলানিউজকে জানান, সকাল সাড়ে ৭টার দিকে শহরের কবিতা চত্বর এলাকায় ২০ বছরের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। তার মরদেহ ফাঁস লাগানো অবস্থায় গাছে ঝুলে ছিল। ওই যুবকের পরনে ছিল পাঞ্জাবি-পায়জামা।

এদিকে ইনানী পুলিশ ফাঁড়ির পরিদর্শক অলিউর রহমান জানান, ইনানী সৈকত থেকে সকাল ৯টার দিকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার গায়ের রং কালো এবং তার পরনে ছিল হাফ হাতা গেঞ্জি ও কালো প্যান্ট। তার বয়স আনুমানিক ৩০ বছর। পুলিশ তার মৃত্যুর কারণ ও পরিচয় নিশ্চিত করতে কাজ করছে।

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম বাংলানিউজকে বলেন, দুই যুবকের মরদেহ ময়নাতদন্তের জন্যে হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের পরিচয় ও মৃত্যুর কারণ জানতে কাজ করছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, মে ২৫, ২০২২
এসবি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।