ঢাকা, সোমবার, ২৩ বৈশাখ ১৪৩১, ০৬ মে ২০২৪, ২৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

যশোরে বাল্যবিয়ের আয়োজন, কনের বাবার ৬ মাসের কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৭ ঘণ্টা, মে ২৮, ২০২২
যশোরে বাল্যবিয়ের আয়োজন, কনের বাবার ৬ মাসের কারাদণ্ড

যশোর: যশোর শহরের সিটি কলেজ পাড়ায় বাল্যবিয়েতে অভিযান চালিয়ে কনের পিতাকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত।  
শুক্রবার (২৭ মে) বিকেলে ওই এলাকার শামীমের বাড়িতে অভিযান চালিয়ে বাল্যবিয়ে বন্ধের পাশাপাশি কনের পিতাকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।

যশেোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপ দাশ জানান, খবর পেয়ে শুক্রবার সিটি কলেজ পাড়ার ৩ নম্বর কলোনিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। এ সময় শামীমের বাড়িতে তার ১৬ বছর ৮ মাস ২৯ দিন বয়সী কন্যা আমেনা খাতুনের (দশম শ্রেণির ছাত্রী) বিয়ের আয়োজনে অনেক মানুষের উপস্থিতি ও সাজসজ্জিত অবস্থায় পাওয়া যায়। কন্যার বয়স ১৮ বছর না হওয়ায় বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতি জানতে পেরে পাত্রপক্ষ বিয়ের আসরে আসা থেকে বিরত থাকে। বাল্যবিবাহের আয়োজনে পিতার সংশ্লিষ্টতা থাকায় আইনের ৮ ধারা অনুযায়ী শামীমকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।  

এ সময় নারী বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উপপরিচালক আনিছুর রহমান উপস্থিত ছিলেন।

বাংলাদেশ  সময়: ১২১২ ঘণ্টা, মে ২৮, ২০২২
ইউজি/এসআইএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।