ঢাকা, সোমবার, ৩ আষাঢ় ১৪৩১, ১৭ জুন ২০২৪, ০৯ জিলহজ ১৪৪৫

জাতীয়

দিনাজপুরে গরু আনতে গিয়ে বজ্রপাতে মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩২ ঘণ্টা, মে ৩০, ২০২২
দিনাজপুরে গরু আনতে গিয়ে বজ্রপাতে মৃত্যু

দিনাজপুর: দিনাজপুরের সদরে জমিতে গরু আনতে গিয়ে ওবাইদুর হোসেন (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

সোমবার (৩০ মে) দুপুরে উপজেলার ৫নং শশরা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের উমরপাইল জালিয়াপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওবাইদুর হোসেন একই এলাকার এমাজউদ্দীনের ছেলে ।

এলাকাবাসী ও স্থানীয় মেম্বার শফিকুল ইসলাম জানান, সোমবার দুপুরে বৃষ্টি হলে বাড়ির পাশের জমিতে গরু আনতে যান ওবাইদুর। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান তিনি।  

দিনাজপুর সদর উপজেলার ৫নং শশরা ইউনিয়নের চেয়ারম্যান মোকছেদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ১৯৩১ ঘণ্টা, মে ৩০, ২০২১
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।