ঢাকা, বুধবার, ২২ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৫ জুন ২০২৪, ২৭ জিলকদ ১৪৪৫

জাতীয়

বাসায় মিললো সাবেক পুলিশ কর্মকর্তার স্ত্রীর ঝুলন্ত লাশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৭ ঘণ্টা, মে ৩১, ২০২২
বাসায় মিললো সাবেক পুলিশ কর্মকর্তার স্ত্রীর ঝুলন্ত লাশ প্রতীকী ছবি

রাজশাহী: রাজশাহী মহানগরীর পদ্মা আবাসিক এলাকায় একটি বাড়ি থেকে সাবেক এক পুলিশ কর্মকর্তার স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের নাম নাজমা ইসলাম।

তিনি রাজশাহী মহানগর পুলিশের সাবেক এডিসি নুরুল ইসলামের স্ত্রী।

সোমবার (৩০ মে) দুপুরে পদ্মা আবাসিক এলাকার ৪ নম্বর রোডের ওই বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

বর্তমানে ওই নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এ দম্পতির দু’জন সন্তান রয়েছে। তার মধ্যে একজন ছেলে এবং একজন মেয়ে। ছেলে বুয়েটে পড়াশোনা করেন, আর মেয়ের বিয়ে হয়ে গেছে।

জিজ্ঞাসাবাদ শেষে পুলিশ বলছে- নাজমা ইসলাম গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করছেন। তবে কী কারণে তা জানা যায়নি।

মহানগরীর চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরান আলী বলেন, ঘটনার খবর পেয়ে সোমবার দুপুরেই সাবেক পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়। এরপর মরদেহটি ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত ওই নারীর পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ শেষে এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১০০৭ ঘণ্টা, মে ৩১, ২০২২
এসএস/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।