ঢাকা, রবিবার, ২৮ বৈশাখ ১৪৩২, ১১ মে ২০২৫, ১৩ জিলকদ ১৪৪৬

জাতীয়

মহাখালীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:১৭, মে ৩১, ২০২২
মহাখালীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

ঢাকা: রাজধানীর মহাখালী সেতু ভবনের সামনে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাব্বি (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার (৩১ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সেতু ভবনের সামনে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা গুরুতর আহত হন রাব্বি।

এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  

নিহত যুবক পড়াশোনার পাশাপাশি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন বলে পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে। রাব্বি পরিবারের সঙ্গে দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় থাকতেন।  নিহত যুবকের বিস্তারিত পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।

আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩১৬ ঘণ্টা, মে ৩১, ২০২২
এজেডএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।