খুলনা: খুলনায় যাত্রীবাহী বাসের সঙ্গে ভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৭-৮ জন।
বুধবার (০১ জুন) সকালে জেলার ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মোটরসাইকেল চালক আবু ওসমান (৩২)। তার বাড়ি সাতক্ষীরার তালা উপজেলায়। তিনি একটি ওষুধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করতেন। অন্যজন হলেন ভ্যান আরোহী আব্দুল খালেক (৪০)। তার বাড়ি ডুমুরিয়া উপজেলায়।
প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৭টার দিকে একটি যাত্রীবাহী বাস খুলনা থেকে সাতক্ষীরার দিকে যাচ্ছিল। অন্যদিকে মোটরসাইকেলে খুলনার দিকে যাচ্ছিলেন আবু ওসমান। পথে গুটুদিয়া বাজারের কাছে একটি ট্রাককে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বাসটি। এ সময় মোটরসাইকেল ও পাশে থাকা ভ্যান নিয়ে গাড়িটি খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই দুজন নিহত হন। দুর্ঘটনায় মোটরসাইকেল ও ভ্যান দুমড়ে-মুচড়ে গেছে।
খর্ণিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মেহেদী হাসান বলেন, আহত ও নিহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কয়েকজনের অবস্থা গুরুতর ছিল। মৃত্যুর সংখ্যা বাড়তে পারে।
বাংলাদেশ সময়: ০৯৫১ ঘণ্টা, জুন ০১, ২০২২
এমআরএম/এনএসআর