ঢাকা, সোমবার, ২৪ আষাঢ় ১৪৩১, ০৮ জুলাই ২০২৪, ০০ মহররম ১৪৪৬

জাতীয়

‘তোদের বাবা-মেয়েকে মুক্ত করে দিলাম'

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৪ ঘণ্টা, জুন ১, ২০২২
‘তোদের বাবা-মেয়েকে মুক্ত করে দিলাম'

পিরোজপুর: ‘তোদের বাবা-মেয়েকে মুক্ত করে দিলাম। তোরা ভালো থাকিস’।

বুধবার (০১ জুন) ঘরে থাকা কীটনাশক পান করে নিজের মেয়ে ও স্বামীর উদ্দেশ্যে এমন কথা বলেন গৃহবধূ সমাপ্তি মৈত্র (৪২)।

তিনি উপজেলার শ্রীরামকাঠী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক পবিত্র মজুমদারের স্ত্রী। তিনি স্থানীয় কালিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকার বাসিন্দা। ওই গৃহবধূ উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের খেজুরতলা (পাগলবাড়ি) এলাকার সুনীল মৈত্রর মেয়ে।  

সমাপ্তির মেয়ে পাঁপড়ি মজুমদার জানান, তার মা বেশ কিছুদিন থেকে ঘরে কীটনাশক এনে রেখেছিলেন। বাড়ির সামনের এক নারী তাদের ঘরে গৃহপরিচারিকার কাজ করতেন। গত কয়েকদিন ধরে মা তাকে ঘরের কাজ থেকে বাদ দিতে বলেন। এ নিয়ে আমাদের সঙ্গে কথা কাটাকাটি হয়। হয়তো এর জেরে বুধবার দুপুর আড়াইটার দিকে ঘরে থাকা ওই কীটনাশক পান করেন তিনি। সঙ্গে সঙ্গে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ সময় ওই স্কুলশিক্ষক ঘরে ছিলেন না বলে জানান তার মেয়ে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাক্তার রুম্পা মৌতিষি জানান, তাকে হাসপাতালে নিয়ে আসার কিছু সময় পরই মৃত্যু হয়।

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।  

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, জুন ০১, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।