ঢাকা, সোমবার, ২৪ আষাঢ় ১৪৩১, ০৮ জুলাই ২০২৪, ০০ মহররম ১৪৪৬

জাতীয়

১৬ তলা থেকে লাফিয়ে পড়ে ঢাবি ছাত্রীর ‘আত্মহত্যা’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০১ ঘণ্টা, জুন ১, ২০২২
১৬ তলা থেকে লাফিয়ে পড়ে ঢাবি ছাত্রীর ‘আত্মহত্যা’

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরে জাপান গার্ডেন সিটির একটি ভবনের ১৬ তলা থেকে লাফিয়ে পড়ে জায়না হাবিব প্রাপ্তি (২২) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্রী ‘আত্মহত্যা’ করেছেন বলে জানা গেছে।

বুধবার (১ জুন) বিকেলে জাপান গার্ডেন সিটির ১৬ নম্বর ভবনের পাস থেকে নিহতের মরদেহ উদ্ধার হয়।

প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবেই বিবেচনা করছে পুলিশ।

জায়না হাবিব প্রাপ্তি ঢাবির অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী ছিলেন।

আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহিদুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেন। তিনি আরো জানান, জাপান গার্ডেন সিটির ১৬ নম্বর বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় নিজ পরিবারের সঙ্গে বসবাস করতেন প্রাপ্তি। বিকেলে দিকে তিনি ভবন থেকে লাফিয়ে আত্মহত্যা করেন।

নিহতের পরিবারের লোকজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর প্রক্রিয়া চলছে বলে জানান থানার উপ-পরিদর্শক (এসআই) মতিউর রহমান।

প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী এ ব্যাপারে বলেন, আমরা খবরটি পেয়েছি। বিস্তারিত জানার চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, জুন ১, ২০২২
এজেডএস/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।