ঢাকা, মঙ্গলবার, ১৬ আশ্বিন ১৪৩১, ০১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

স্কুলে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৮ ঘণ্টা, জুন ২, ২০২২
স্কুলে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ

নেত্রকোনা: নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার হোগলা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনে অনিয়ম ও শিক্ষক-কর্মচারী নিয়োগে দুর্নীতির অভিযোগ তুলে মানববন্ধন করা হয়েছে।  

হোগলা চৌরাস্তা মোড়ে বৃহস্পতিবার (২ জুন) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলা এ মানববন্ধনে শতাধিক শিক্ষার্থীর অভিভাবক ও এলাকাবাসী অংশ নেন।


 
মানববন্ধনে অভিভাবকদের পক্ষে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, বিদ্যালয়ের জমিদাতা কাজল চন্দ, উপজেলা কৃষক লীগের সভাপতি মো. আইয়ুব আলী, যুবলীগ নেতা বুলবুল মীর, সাবেক প্রধান শিক্ষকের ছেলে রফিকুল ইসলাম, শিক্ষার্থীর অভিভাবক ফরিদুল হকসহ অনেকে।

বক্তারা বিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ রক্ষার্থে অনিয়মের মাধ্যমে গঠিত অবৈধ পকেট কমিটি বাতিল করে নির্বাচনের মাধ্যমে কমিটি গঠন ও শিক্ষক-কর্মচারী নিয়োগের নামে বাণিজ্য বন্ধের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

শুক্রবার বিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তারা।

বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, জুন ২, ২০২২
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।