ঢাকা, সোমবার, ৩০ বৈশাখ ১৪৩১, ১৩ মে ২০২৪, ০৪ জিলকদ ১৪৪৫

জাতীয়

গাংনীতে পরোয়ানাভুক্ত ৮ আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৩ ঘণ্টা, জুন ৩, ২০২২
গাংনীতে পরোয়ানাভুক্ত ৮ আসামি গ্রেফতার

মেহেরপুর: মেহেরপুরের গাংনীতে অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় আদালতের পরোয়ানাভুক্ত আট আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার আট আসামিকে শুক্রবার (৩ জুন) দুপুর ১২টার দিকে আদালতের মাধ্যমে মেহেরপুর কারাগারে পাছিয়েছে গাংনী থানা পুলিশ।

এর আগে বৃহস্পতিবার (২ জুন) দিনগত রাতে উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।  

গ্রেফতাররা হলেন- গাংনীর মৃতু লিহাজ উদ্দীনের ছেলে আমিরুল ইসলাম, সাহেবনগর গ্রামের আব্দুল লতিফের ছেলে জিন্নাত আলী, বাঁশবাড়িয়া গ্রামের মহির উদ্দীনের ছেলে আব্দুর রউফ, রইছ উদ্দীন, আব্দুর রহমানের ছেলে আবুল কাশেম, আবু বক্কর সিদ্দিক, আকমল হোসেন ও লিহাজুল ইসলাম।

এদের মধ্যে সাহেবনগর গ্রামের জিন্নাত আলী নারী নির্যাতনের অভিযোগে দায়ের করা সিআর মামলায় আদালতের পরোয়ানাভুক্ত আসামি। অন্যরা জিআর মামলায় আদালতের পরোয়ানাভুক্ত আসামি।

বৃহস্পতিবার দিনগত রাতে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাকের নেতৃত্বে গ্রেফতার অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে গাংনী থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক, এসআই, নুর হোসেনসহ সঙ্গীয় ফোর্সসহ অভিযানে অংশ নেন।

গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাকের বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, জুন ০৩, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।