ঢাকা, রবিবার, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩১, ০২ জুন ২০২৪, ২৪ জিলকদ ১৪৪৫

জাতীয়

যাত্রাবাড়ীতে ডিবি পরিচয়ধারী চার ডাকাত আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৪ ঘণ্টা, জুন ৭, ২০২২
যাত্রাবাড়ীতে ডিবি পরিচয়ধারী চার ডাকাত আটক

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকা থেকে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত চক্রের চার সদস্যকে আটক করেছে পুলিশ।

সোমবার (৬ জুন) সন্ধ্যায় যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

 

আটকরা হলেন- মো. সবুজ, মো. কেরামত আলী, মো. আতিক ও মো. বাবু।  

মাজহারুল ইসলাম জানান, রোববার (৫ জুন) বিকেলে যাত্রাবাড়ী থানার রায়েরবাগের টোটাল সিএনজি পাম্পের সামনে ডিবি পরিচয়ে প্রাইভেটকারযোগে ডাকাতির করার জন্য একটি দল অবস্থান করছিল। খবর পেয়ে সেখানে অভিযান পরিচালনা করে প্রাইভেটকারসহ চারজনকে আটক করা হয়। পরে প্রাইভেটকার তল্লাশি করে দুটি ডিবির জ্যাকেট, একটি পিস্তলের কভার, এক জোড়া হ্যান্ডকাফ, একটি ওয়াকিটকি সেট, ডাকাতির কাজে ব্যবহৃত ছয়টি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।

আটকদের নামে যাত্রাবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় চার আসামিকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৭৫৩ ঘণ্টা, জুন ০৭, ২০২২
এসজেএ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।