ঢাকা, সোমবার, ২৮ বৈশাখ ১৪৩২, ১২ মে ২০২৫, ১৪ জিলকদ ১৪৪৬

জাতীয়

ঝিনাইগাতীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪৪, জুন ১০, ২০২২
ঝিনাইগাতীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

শেরপুর: শেরপুরের ঝিনাইগাতীতে বন্যার পানিতে ডুবে দিয়ামনি নামে ১৪ মাস বয়সী একটি শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১০ জুন) দুপুর দুইটার দিকে উপজেলার সদর ইউনিয়নের সারি কালিনগর বালুরচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দিয়ামনি ওই এলাকার মো. রফিকুল ইসলামের মেয়ে।

স্থানীয় ইউপি সদস্য মো. আজিজল হক জানান, দুপুর দুইটার দিকে দিয়ামনি বাড়ির উঠানে খেলা করছিল। হঠাৎ তাকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না। খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশেই বন্যার পানিতে দিয়ামনিকে ভাসতে দেখা যায়। পরে পরিবারের লোকজন তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভুঁইয়া বলেন, খবর পেয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, জুন ১০, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।