ঢাকা, শুক্রবার, ১৪ আষাঢ় ১৪৩১, ২৮ জুন ২০২৪, ২০ জিলহজ ১৪৪৫

জাতীয়

কোটালীপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃ‌দ্ধের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৬ ঘণ্টা, জুন ১১, ২০২২
কোটালীপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃ‌দ্ধের মৃত্যু প্রতীকী ছবি

গোপালগঞ্জ: গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জগদীশ বসু (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্য হয়েছে।

শনিবার (১১ জুন) সকালে উপজেলার কলাবাড়ী ইউনিয়নের বৈকণ্ঠপুর গ্রামে এ ঘটনা ঘটে।

কোটালীপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মা‌জেদ বাংলানিউজ জানান, সকাল সাড়ে ৭টার দিকে বৈকণ্ঠপুর গ্রামের কুদ্দুস মিয়ার মৎস্য ঘেরের পাড়ে জগদীশ বসু নামে এক কৃষক ঘাস কাঁটতে যান। ওই ঘে‌রে পে‌তে রাখা বিদ‌্যু‌তের ফাঁ‌দে জগদীশ বসুর মৃত্যু হয়।  

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিল্লুর রহমান বাংলানিউজকে জানান, ঘটনাস্থল থেকে মাহবুব ব‌্যাপারীসহ তিন জনকে আটক করেছে পুলিশ। নিহ‌তের প‌রিবার য‌দি থানায় অভি‌যোগ ক‌রে তাহ‌লে আইনগত ব‌্যবস্থা নেওয়া হ‌বে।                                                           

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, জুন ১১, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।