ঢাকা, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩১, ১০ মে ২০২৪, ০১ জিলকদ ১৪৪৫

জাতীয়

ভোলায় ৬০ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২০ ঘণ্টা, জুন ১৩, ২০২২
ভোলায় ৬০ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

ভোলা: ভোলার চরফ্যাশন উপজেলায় ধর্ষণ, ডাকাতি ও চাঁদাবাজিসহ একাধিক মামলার ৬০ বছরের সাজাপ্রাপ্ত আসামি মুরাদ হোসেন মুন্নাকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১১ জুন) ঢাকার গুলিস্তান এলাকা থেকে তাকে গ্রেফতার করে চরফ্যাশন উপজেলার দুলারহাট থানার পুলিশ।

রোববার (১২ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জেলা পুলিশ।  

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মুরাদের বিরুদ্ধে চরফ্যাশন উপজেলার বিভিন্ন থানায় মাদক, চাঁদাবাজি, ডাকাতি, প্রতারণা, নারী ধর্ষণসহ একাধিক মামলা হয়। ওই মামলায় সে দীর্ঘদিন যাবত পলাতক ছিলেন। তার নামে দায়ের করা এসব মামলায় শুনানির পর ২০২১ সালে চরফ্যাশন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের তাকে বিভিন্ন মামলায় ৬০ বছরের সশ্রমকারাদণ্ড দেন।  

জানা যায়, রায় ঘোষণার সময় আসামি মুরাদ আদালতে উপস্থিত ছিলেন না। ৬০ বছরের সাজা নিয়ে মুরাদ হোসেন মুন্না ঢাকার গুলিস্তান এলাকায় আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে দুলারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরাদ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে।

বাংলাদেশ সময়: ১২১৮ ঘণ্টা, জুন ১৩, ২০২২
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।