ঢাকা, বৃহস্পতিবার, ২৬ বৈশাখ ১৪৩১, ০৯ মে ২০২৪, ০০ জিলকদ ১৪৪৫

জাতীয়

বগুড়ায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৬ ঘণ্টা, জুন ১৩, ২০২২
বগুড়ায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

বগুড়া: বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।  

সোমবার (১৩ জুন) দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার ওমরপুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- নন্দীগ্রাম উপজেলার কুস্তা গ্রামের মৃত জসীম উদ্দীনের ছেলে আব্দুল খালেক (৬৪) ও নাটোর জেলার সিংড়া উপজেলার কাসুপিয়া গ্রামের আজিম উদ্দীনের ছেলে মো. বাবলু মিয়া (৫০)।
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার রণবাঘা থেকে পাঁচ যাত্রী নিয়ে একটি অটোরিকশা নন্দীগ্রাম সদরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ওমরপুর বাসস্ট্যান্ডে পৌঁছালে নাটোরগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। এ ঘটনায় গুরুতর আহত হন আরও চারজন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।  

নন্দীগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) তারিকুল ইসলাম জানান, ট্রাক ও অটোরিকশা পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, জুন ১৩, ২০২২
কেইউএ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।