ঢাকা, বুধবার, ২৫ বৈশাখ ১৪৩১, ০৮ মে ২০২৪, ২৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

খাগড়াছড়িতে ২ মাসব্যাপী সেলাই প্রশিক্ষণ উদ্বোধন 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩০ ঘণ্টা, জুন ১৩, ২০২২
খাগড়াছড়িতে ২ মাসব্যাপী সেলাই প্রশিক্ষণ উদ্বোধন 

খাগড়াছড়ি: খাগড়াছড়িতে ২ মাসব্যাপী সেলাই প্রশিক্ষণ শুরু হয়েছে।

সোমবার (১৩ জুন) সকালে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রশিক্ষণের উদ্বোধন করেন পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু।

পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বশিরুল হকের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পরিষদের সদস্য ও বিসিক আহ্বায়ক রেম্রাচাই চৌধুরী, নির্বাহী কর্মকর্তা টিটন খীসা, বিসিক খাগড়াছড়ির উপ- ব্যবস্থাপক অমিত বড়ুয়া, উশিংমং চৌধুরী প্রমুখ।

এতে ৩০ জন নারী প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, এ প্রশিক্ষণটি খুবই গুরুত্বপূর্ণ। আমাদের প্রশিক্ষণার্থীদের বেশির ভাগই গৃহবধূ। যদিও গৃহবধূরা যে কাজ করেন তা কোনো পুরুষের পক্ষে করা সম্ভব না। তবু তাঁদের কাজের পারিবারিক শ্রীবৃদ্ধি হলেও দেশের অর্থনৈতিক মুক্তি সেভাবে হয়নি। কিন্তু এখানে যাঁরা সেলাই মেশিন চালনার প্রশিক্ষণ নিয়ে দক্ষতা অর্জন করবেন তাঁরা দেশের একজন দক্ষ জনবলে বা সম্পদে পরিণত হবেন।

প্রশিক্ষণ শেষে প্রত্যেক প্রশিক্ষণার্থীকে ১টি করে সেলাই মেশিন দেওয়া হবে বলে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, জুন ১৩, ২০২২
এডি/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।