ঢাকা, শুক্রবার, ২৭ বৈশাখ ১৪৩১, ১০ মে ২০২৪, ০১ জিলকদ ১৪৪৫

জাতীয়

সিরাজগঞ্জে যমুনার পানি বৃদ্ধি অব্যাহত, নিম্নাঞ্চল প্লাবিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৬ ঘণ্টা, জুন ১৪, ২০২২
সিরাজগঞ্জে যমুনার পানি  বৃদ্ধি অব্যাহত, নিম্নাঞ্চল প্লাবিত

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে যমুনায় পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। একই সঙ্গে অভ্যন্তরীণ নদ-নদীর পানি বেড়ে তলিয়ে যেতে শুরু করেছে নিম্নাঞ্চল।

ইতোমধ্যে চরের মানুষের মধ্যে বন্যা আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

মঙ্গলবার (১৪ জুন) সকালে শহরের হার্ড পয়েন্ট এলাকায় যমুনার পানি রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৯৫ মিটার। গত ২৪ ঘণ্টায় ২৩ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ১ দশমিক ৪০ মিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। গত এক সপ্তাহ ধরে ধারাবাহিকভাবে পানি বেড়ে যাওয়ার ফলে চরাঞ্চলের নিচু জমিগুলো তলিয়ে যেতে শুরু করেছে।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সিরাজগঞ্জ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম বাংলানিউজকে বলেন, টানা বর্ষণ আর উজানের ঢলের কারণে যমুনার পানি বৃদ্ধি অব্যাহত থাকবে। এভাবে পানি বাড়তে থাকলে চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে নদী তীরবর্তী এলাকায় বন্যা পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, জুন ১৪, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।