ঢাকা, শুক্রবার, ১৪ আষাঢ় ১৪৩১, ২৮ জুন ২০২৪, ২০ জিলহজ ১৪৪৫

জাতীয়

সিরাজগঞ্জে বজ্রপাতে বঙ্গবন্ধু রেলসেতুর সিকিউরিটি গার্ড নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৩ ঘণ্টা, জুন ১৭, ২০২২
সিরাজগঞ্জে বজ্রপাতে বঙ্গবন্ধু রেলসেতুর সিকিউরিটি গার্ড নিহত ফাইল ফটো

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে বজ্রপাতে নাসির উদ্দিন নামে বঙ্গবন্ধু শেখ মুজিব রেলসেতুর সিকিউরিটি গার্ড নিহত হয়েছেন।

শুক্রবার (১৭ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার সায়দাবাদ ইউনিয়নের সয়দাবাদ শিল্পপার্ক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নাসির উদ্দিন ওই এলাকার জাহাঙ্গীর আলম খানের ছেলে।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে জানান, নাসির উদ্দিন শিল্পপার্ক এলাকায় সিকিউরিটি গার্ডের দায়িত্বরত ছিলেন। দুপুরের দিকে বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান তিনি।  

বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, জুন ১৭, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।