ঢাকা, বৃহস্পতিবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৬ মে ২০২৪, ০৭ জিলকদ ১৪৪৫

জাতীয়

খুলনায় ধর্ষণের মামলায় পুলিশ কনস্টেবল গ্রেফতার

সিনিয়র করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩১ ঘণ্টা, জুন ১৭, ২০২২
খুলনায় ধর্ষণের মামলায় পুলিশ কনস্টেবল গ্রেফতার খুলনায় ধর্ষণের মামলায় পুলিশ কনস্টেবল স্বদেশ বালা গ্রেফতার

খুলনা: খুলনায় আবারও পুলিশের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। মহানগরীর খানজাহান আলী থানার বাজার এলাকায় এক যুবতীকে বিয়ের প্রস্তাব দিয়ে ধর্ষণের অভিযোগে স্বদেশ বালা নামের এক পুলিশ কনস্টেবলকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার( ১৭ জুন) দুপুরে তাকে গ্রেফতার করা হয়। স্বদেশ বালা আড়ংঘাটা থানায় পুলিশ কনস্টেবল (কম্পিউটার অপারেটর) হিসেবে কর্মরত ছিলেন।  

পুলিশ সূত্র জানায়, স্বদেশ বালা নিজেকে অবিবাহিত দাবি করে ভুক্তভোগী যুবতীর সঙ্গে দীর্ঘদিন ধরে প্রেম ও শারীরিক সম্পর্ক গড়ে তোলে। এক পর্যায়ে বিয়ের প্রস্তাব দিলে স্বদেশ বালা অস্বীকৃতি জানায়। গত ১৫ জুলাই খানজাহান আলী থানা থেকে আড়ংঘাটা থানায় বদলি হন স্বদেশ বালা। এদিকে শুক্রবার খানজাহান আলী থানায় ওই যুবতী ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন।

মামলার তদন্ত কর্মকর্তা খানজাহান আলী থানা পুলিশের উপ-পরিদর্শক রেজোয়ানুল ইসলাম বলেন, মামলা দায়েরের পর তাৎক্ষনিক স্বদেশ বালাকে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, সর্বশেষ ১৫ মে খুলনার কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠে পিবিআই ইন্সপেক্টর মঞ্জুরুল আহসান মাসুদের বিরুদ্ধে। ওইদিনই কলেজ ছাত্রী বাদী হয়ে মাসুদের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন। ৮ জুন বহুল আলোচিত ক‌লেজ ছাত্রী ধর্ষণ মামলার আসা‌মি পি‌বিআই প‌রিদর্শক মঞ্জুর হাসান মাসু‌দকে কারাগা‌রে পা‌ঠি‌য়ে‌ছেন আদালত।

বাংলাদেশ সময়: ১৯২৯ ঘণ্টা, জুন ১৭, ২০২২ 
এমআরএম/ইআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।