ঢাকা, সোমবার, ২৪ আষাঢ় ১৪৩১, ০৮ জুলাই ২০২৪, ০০ মহররম ১৪৪৬

জাতীয়

বৃদ্ধা মায়ের আত্মহত্যা, ছেলে-পুত্রবধূর নামে মামলা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৮ ঘণ্টা, জুন ১৮, ২০২২
বৃদ্ধা মায়ের আত্মহত্যা, ছেলে-পুত্রবধূর নামে মামলা 

ময়মনসিংহ: ময়মনসিংহ নগরীর বাঘেরকান্দা এলাকায় পারিবারিক কলহের জেরে নূরজাহান বেওয়া (৭০) নামে এক বৃদ্ধা ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন।  

এ ঘটনায় তার ছেলে মো. ফারুক হোসেন ও পুত্রবধূ সাবিনা আক্তারকে আসামি করে থানায় মামলা হয়েছে।

 

শনিবার (১৮ জুন) দুপুরে মৃতের বড় ছেলে মো. হাবিবুর রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।  

এর আগে শুক্রবার (১৭ জুন) রাতে বৃদ্ধার নিজ ঘরে এই আত্মহত্যার ঘটনা ঘটে।

খবরের সত‍্যতা নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ কামাল আকন্দ।

তিনি জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, জমি সংক্রান্ত বিষয়ে ভাইদের মধ‍্যে বিরোধ ছিল। ঘটনার রাতে ছোট ছেলে ফারুক হোসেন তার মাকে টানাহেঁচড়া করে ঘরে নিয়ে দরজা বন্ধ করে দেন। পরে ওই ঘরেই ফাঁসিতে ঝুলে মা আত্মহত্যা করেন। এ ঘটনায় আত্মহত্যায় প্ররোচণার অভিযোগে ছেলে ও তার স্ত্রীর নামে মামলা দায়ের হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।  

বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, জুন ১৮, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।