ঢাকা, শুক্রবার, ১৪ আষাঢ় ১৪৩১, ২৮ জুন ২০২৪, ২০ জিলহজ ১৪৪৫

জাতীয়

ফরিদপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল গৃহবধূর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৬ ঘণ্টা, জুন ১৮, ২০২২
ফরিদপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল গৃহবধূর ফরিদপুরে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

ফরিদপুর: ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আঞ্জিরা খানম (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।  

শনিবার (১৮ জুন) দুপুর দেড়টার দিকে উপজেলার দূর্গাপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আঞ্জিরা উপজেলার শেখর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের লুৎফর রহমানের স্ত্রী।   

জানা যায়, গৃহবধূ আঞ্জিরা খানমের স্বামী লুৎফর রহমান ঢাকায় বাবুর্চির কাজ করেন। সম্প্রতি তিনি বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে একটি বাড়ি করেছেন। বিদ্যুৎ সংযোগ না পাওয়ায় পাশের বাড়ি থেকে লাইন টেনে নতুন বাড়িতে শুক্রবার (১৭ জুন) মিলাদ মাহফিলের আয়োজন করেন লুৎফর রহমান । অসাবধানতাবশত শনিবার (১৮ জুন) দুপুরে আঞ্জিরা খানম বিদ্যুতায়িত হয়। পরে তাকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

এ ব্যাপারে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. সাবরিনা হক বলেন, হাসপাতালে আনার পর আঞ্জিরা খানমকে আমরা মৃত অবস্থায় পেয়েছি।  

বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, জুন ১৭, ২০২২
ইআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।