ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

সিলেট রেলস্টেশনে ট্রেন ঢুকল ২৬ ঘণ্টা পর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১২ ঘণ্টা, জুন ১৯, ২০২২
সিলেট রেলস্টেশনে ট্রেন ঢুকল  ২৬ ঘণ্টা পর শনিবারের ছবি

সিলেট: টানা ২৬ ঘণ্টা পর সিলেট রেলস্টেশন থেকে ট্রেন চলাচল শুরু হয়েছে। ইতোমধ্যে ঢাকা থেকে ছেড়ে আসা আন্ত:নগর পারাবত এক্সেপ্রেস ট্রেনটি সিলেট স্টেশনে এসে পৌঁছেছে।


 
রোববার(১৯ জুন) বেলা ২টায় বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন সিলেট রেলওয়ে স্টেশন ম্যানেজার মো. নুরুল ইসলাম।
 
তিনি বলেন, সিলেটের সঙ্গে সারাদেশে ট্রেন চলাচল বন্ধের ২৬ ঘণ্টা পর আবারো তা স্বাভাবিক হয়েছে। ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেনটি সিলেট স্টেশনে এসে পৌঁছেছে। বেলা ৩টা ৪৫ মিনিটে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে সিলেট ছেড়ে যাবে। এছাড়াও বাকি আন্তঃনগর ট্রেনগুলো পর্যায়ক্রমে চালু হবে।
 
শনিবার (১৮ জুন) দুপুরে বন্যার পানি ঢুকে পড়ায় সিলেট রেলস্টেশন থেকে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে সিলেট স্টেশন থেকে সরাসরি ট্রেন না চললেও সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও স্টেশন থেকে ট্রেন চলাচল অব্যাহত ছিল।
 
বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, জুন ১৯, ২০২২
এনইউ/এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।