ঢাকা, রবিবার, ২৯ বৈশাখ ১৪৩১, ১২ মে ২০২৪, ০৩ জিলকদ ১৪৪৫

জাতীয়

ওয়ান ব্যাংক এবং ফ্লেয়ার টেকনোলজিসের মধ্যে চুক্তি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৯ ঘণ্টা, জুন ১৯, ২০২২
ওয়ান ব্যাংক এবং ফ্লেয়ার টেকনোলজিসের মধ্যে চুক্তি

ঢাকা: সম্প্রতি ওয়ান ব্যাংক ওকে ওয়ালেট গ্রাহকদের জন্য বিমাফাই এর বীমা সেবা প্রদানের জন্য ফ্লেয়ার টেকনোলজিসের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে।

চুক্তি অনুসারে, উভয়পক্ষ ডিজিটাল ইকো সিস্টেম তৈরির মাধ্যমে তাদের গ্রাহকদের জন্য যুগোপযোগী সেবা এবং অফার নিয়ে আসবে।

ওকে ওয়ালেট গ্রাহকরা বিমাফাই এর মোটরসাইকেল, গাড়ি, ভ্রমণ, স্বাস্থ্য, দুর্ঘটনা, জীবন বীমা প্রোডাক্টসমূহ বিশেষ অফারে কিনতে পারবেন।

ওয়ান ব্যাংকের হেড অব এমএফএস আ. জ. ম. ফয়েজ উল্যাহ্ চৌধুরী এবং ফ্লেয়ার টেকনোলজিসের সিইও আলভী নিজাম নাফি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, জুন ১৯, ২০২২
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।