ঢাকা, সোমবার, ২৯ বৈশাখ ১৪৩১, ১৩ মে ২০২৪, ০৪ জিলকদ ১৪৪৫

জাতীয়

কান্নার আওয়াজ পেয়ে ঝোপ থেকে নবজাতক উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২২ ঘণ্টা, জুন ২০, ২০২২
কান্নার আওয়াজ পেয়ে ঝোপ থেকে নবজাতক উদ্ধার

সাভার (ঢাকা): ঢাকার ধামরাইয়ে ঝোপের ভেতর থেকে এক নবজাতককে উদ্ধার করেছে পুলিশ। শিশুটির মুখে ক্ষত এবং হাত-পায়ে কারো দাগ ছিল।

সোমবার (২০ জুন) সকালে পৌরসভার বরাতনগর এলাকায় একটি ঝোপ থেকে জীবিত অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, সকালের দিকে ঝোপ থেকে নবজাতকের কান্নার আওয়াজ শুনতে পান এক ব্যক্তি। পরে আশপাশের লোকজনসহ এগিয়ে গিয়ে দেখতে পান এক নবজাতক কাঁদছে। পরে তাঁরা থানায় খবর দিলে পুলিশ এসে শিশুটিকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে যায়।

ধামরাই থানার পুলিশ পরিদর্শক (ওসি) আতিক রহমান বলেন, সকালের দিকে ৯৯৯ নম্বরে কল পেয়ে ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর রিফফাত আরা বলেন, সকালের দিকে একটি কন্যা নবজাতককে হাসপাতালে নিয়ে আসা হয়। পরে তাকে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭২১ ঘণ্টা, জুন ২০, ২০২২
এসএফ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।