ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ৩০ মে ২০২৪, ২১ জিলকদ ১৪৪৫

জাতীয়

পদ্মা সেতু উদ্বোধন: সিলেটের উৎসব ‘রিভিউ’ হচ্ছে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫২ ঘণ্টা, জুন ২০, ২০২২
পদ্মা সেতু উদ্বোধন: সিলেটের উৎসব ‘রিভিউ’ হচ্ছে

ঢাকা: পদ্মা সেতু উদ্বোধনের অনুষ্ঠান দেশের ৬৪ জেলায় একসঙ্গে উদযাপনের সিদ্ধান্ত থাকলেও বন্যার কারণে সিলেটের অনুষ্ঠানের বিষয়টি ‘রিভিউ’ করতে বলেছে মন্ত্রিসভা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার (২০ জুন) অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।

এরঅগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত হয়।

পদ্মা সেতুর উদ্বোধন বিষয়ে কোনো আলোচনা হয়েছি কিনা- প্রশ্নে মন্ত্রিপরিষদ সচিব বলেন, পদ্মা সেতু নিয়ে সব সময় আলোচনা হচ্ছে। আগামী বুধবার পদ্মা সেতুর বিষয়ে সংবাদ সম্মেলন করে সবকিছু বলবেন প্রধানমন্ত্রী।

দেশের সবচেয়ে বড় পদ্মা সেতু উদ্বোধনের দিন ২৫ জুন ৬৪ জেলায় উৎসবের জন্য সরকারের নির্দেশনা রয়েছে। আগামী ২৫ জুন সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বহুল কাঙ্ক্ষিত পদ্মা সেতু উদ্বোধন করবেন।

বন্যার কারণে কোনো পরিবর্তন আসবে কিনা- প্রশ্নে মন্ত্রিপরিষদ সচিব বলেন, সিলেটের বিষয়টা রিভিউ করতে বলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, জুন ২০, ২০২২
এমআইএইচ/ এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।