ঢাকা, সোমবার, ২৯ বৈশাখ ১৪৩১, ১৩ মে ২০২৪, ০৪ জিলকদ ১৪৪৫

জাতীয়

ঝোপ থেকে উদ্ধার সেই নবজাতক মারা গেছে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩০ ঘণ্টা, জুন ২০, ২০২২
ঝোপ থেকে উদ্ধার সেই নবজাতক মারা গেছে

ঢাকা: ঢাকার ধামরাইয়ে কান্নার আওয়াজ পেয়ে ঝোপের ভেতর থেকে উদ্ধার হওয়া নবজাতকটি মারা গেছে।

সোমবার (২০ জুন) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুপুর ২টা ৫৫ মিনিটে নবজাতকটিকে মৃত ঘোষণা করেন।

নবজাতকটিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা সমাজকর্মী শাহিনুর আক্তার জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ঢাকায় আনার পথে শিশুটি মারা গেছে। প্রথমে শিশুটিকে সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সমাজকর্মী শাহিনুর আক্তার জানান, শিশুটির মুখমণ্ডলে এতটাই ক্ষত ছিল যে, দেখে মনে হচ্ছে কুকুর অথবা অন্য কোনো প্রাণী তাকে কামড়ে খেয়েছে! তবে অ্যাম্বুলেন্স করে ঢাকায় আনার পথে সে নড়াচড়া করেছিল।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পে দায়িত্বরত সহকারী উপপরিদর্শন (এএসআই) আব্দুল খান নবজাতকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ মর্গে রাখা হয়েছে।

আরও পড়ুন:
কান্নার আওয়াজ পেয়ে ঝোপ থেকে নবজাতক উদ্ধার

বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, জুন ২০, ২০২২
এজেডএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।