ঢাকা, সোমবার, ২৯ বৈশাখ ১৪৩১, ১৩ মে ২০২৪, ০৪ জিলকদ ১৪৪৫

জাতীয়

ঢামেকের জরুরি বিভাগের ফ্লোরে মৃত নবজাতক

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২০ ঘণ্টা, জুন ২২, ২০২২
ঢামেকের জরুরি বিভাগের ফ্লোরে মৃত নবজাতক ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল।

ঢাকা:  ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ফ্লোর থেকে এক কন্যা নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২২ জুন) হাসপাতালের ওই নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়।

ঢাকা মেডিক্যাল কলেজের জরুরি বিভাগের সিটিস্ক্যান রুমের পাশে বসে থাকা এক রোগীর স্বজন জানান, যেখানে নবজাতকটি পাওয়া গিয়েছে সেখানে অন্য এক রোগীর লোকজন বসে বিশ্রাম করত। দুপুরে তাদের কাউকেই এখানে আর দেখা যায়নি। তবে তাদের বসে থাকার জায়গাটিতে এই মৃত শিশুটি পড়ে থাকতে দেখা যায়।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইনেসপেক্টর মো. বাচ্চু মিয়া বলেন, জরুরি বিভাগের সিটিস্ক্যান রুমের পাশে কে বা কারা মৃত নবজাতকটি এভাবে ফেলে গেছে তা কেউ বলতে পারছেনা।  মৃত নবজাতকটি দেখে ধারণা করা হচ্ছে, বয়স এক থেকে দুদিন হতে পারে। যথাযথ ব্যবস্থা নিতে শাহবাগ থানা পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, জুন ২২, ২০২২
এজেডএস/ ইআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।