ঢাকা, মঙ্গলবার, ১৬ আশ্বিন ১৪৩১, ০১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

দণ্ডসহ ১৮ মামলা নিয়ে আত্মগোপনে ছিলেন শাহজাহান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৮ ঘণ্টা, জুন ২২, ২০২২
দণ্ডসহ ১৮ মামলা নিয়ে আত্মগোপনে ছিলেন শাহজাহান

রাজশাহী: আদালত কর্তৃক মোট সাজার পরিমাণ ছিল ছয় বছর। অর্থ ছিল কোটি টাকারও বেশি।

তার ওপর ছিল আরও ১৮টি মামলা। তবে সাজাসহ ১৮ মামলা মাথায় নিয়ে বিভিন্ন বেশে আত্মগোপনে ছিলেন অভিযুক্ত শাজাহান আলী (৫০)। তবে শেষ রক্ষে হয়নি।

পাবনার আটঘরিয়ায় পুলিশের হাতে ধরা পড়ে এখন তিনি রাজশাহী কারাগারে।

পাবনা জেলার আটঘরিয়া থেকে মঙ্গলবার (২১ জুন) রাতে তাকে গ্রেফতার করে রাজশাহী নিয়ে যায় পুলিশ। জিজ্ঞাসাবাদ শেষে বুধবার (২২ জুন) দুপুরে তাকে কারাগারে পাঠানো হয়। শাহজাহান রাজশাহী মহানগরীর লক্ষ্মীপুর টিবি রোডের মৃত আক্কেল আলীর ছেলে।

রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, শাহজাহান আলী তাদের রাজপাড়া থানায় সাজাসহ ১৮টি মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি। এর মধ্যে ৮টি মামলায় তার মোট সাজা হয় ৬ বছর ৩ মাস।

বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, জুন ২২, ২০২২
এসএস/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।