ঢাকা, সোমবার, ৩০ বৈশাখ ১৪৩১, ১৩ মে ২০২৪, ০৪ জিলকদ ১৪৪৫

জাতীয়

জামালপুরে ১২ ঘণ্টায় যমুনার পানি কমেছে ২ সে.মি.

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৩ ঘণ্টা, জুন ২২, ২০২২
জামালপুরে ১২ ঘণ্টায় যমুনার পানি কমেছে ২ সে.মি.

জামালপুর: বৃষ্টি না হওয়ায় জামালপুরে বন্যার পানি কমতে শুরু করেছে।

বুধবার (২২ জুন) সন্ধ্যা ৬টার দিকে যমুনার পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে ২ সেন্টিমিটার হ্রাস পেয়ে বিপৎসীমার ৫৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়।

পানি উন্নয়ন বোডের্র (পাউবো) পানি পরিমাপক আব্দুল মান্নান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে পানি কমলেও বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে।

এখনও পানিবন্দী জেলার ৩০টি ইউনিয়নের অন্তত ৭০ হাজার মানুষ। দুর্গত এলাকায় বিশুদ্ধ, পানি, শুকনো খাবার এবং গো-খাদ্যের সংকট দেখা দিয়েছে।  

পাঠদান বন্ধ হয়েছে ১২৫টি শিক্ষা প্রতিষ্ঠানে। ডুবে গেছে ২ হাজার হেক্টর জমির ফসল।

বন্যা পরিস্থিতি মোকাবিলায় সরকারিভাবে জেলায় ৩৫০ মেট্রিক টন চাল ও নগদ সাত লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে ৮০টি মেডিক্যাল টিম, ৪৬১টি আশ্রয়কেন্দ্র ও ৪ হাজার প্যাকেট শুকনো খাবার।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, জুন ২২, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।