ঢাকা, সোমবার, ১৭ আষাঢ় ১৪৩১, ০১ জুলাই ২০২৪, ২৩ জিলহজ ১৪৪৫

জাতীয়

বন্যার পানিতে মাছ ধরতে গিয়ে স্রোতে ভেসে যান জেলে, অতঃপর মৃত্যু  

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৪ ঘণ্টা, জুন ২২, ২০২২
বন্যার পানিতে মাছ ধরতে গিয়ে স্রোতে ভেসে যান জেলে, অতঃপর মৃত্যু
 

হবিগঞ্জ: হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় বন্যার পানিতে মাছ ধরতে গিয়ে স্রোতে ভেসে যান তারা মিয়া (৫২) নামে এক জেলে। পরে তাকে মৃত অবস্থায় পাওয়া গেছে।

 
 
বুধবার (২২ জুন) রাত সাড়ে ৮টায় পুলিশের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। মৃত তারা মিয়া আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও ইউনিয়নের বাজারহাটির বাসিন্দা।

কাকাইলছেও বাজারের পাশে একটি সড়ক ভেঙে কালনী নদী থেকে প্রবল বেগে হাওরে পানি প্রবেশ করছে। গত মঙ্গলবার রাতে তারা মিয়া সেখানে মাছ ধরতে গিয়ে পানির স্রোতে ভেসে যান। পরে রাত ৯টায় স্থানীয় লোকজন পানি থেকে তার মরদেহটি উদ্ধার করেন।  

বানিয়াচং-আজমিরীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ পলাশ রঞ্জন দে বাংলানিউজকে বলেন, তারা মিয়া মাছ ধরতে গিয়ে স্রোতে ভেসে যান। পরে আশপাশের লোকজন গিয়ে উদ্ধার করার আগেই তার মৃত্যু হয়। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
 
বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, জুন ২২, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।