ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৯ মে ২০২৪, ১০ জিলকদ ১৪৪৫

জাতীয়

বেনাপোলে বাস থেকে কোটি টাকার ১০টি স্বর্ণের বার উদ্ধার

উপজেলা করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২০ ঘণ্টা, জুন ২৩, ২০২২
বেনাপোলে বাস থেকে কোটি টাকার ১০টি স্বর্ণের বার উদ্ধার

বেনাপোল (যশোর): বেনাপোল সীমান্ত এলাকায় গ্রিন লাইন পরিবহনের একটি বাসে অভিযান চালিয়ে ১০টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যার আনুমানিক দাম এক কোটি টাকা।

বৃহস্পতিবার (২৩ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে বেনাপোল চেকপোস্ট বাস টার্মিনাল থেকে এ সোনার বারগুলো উদ্ধার করা হয়।  

৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সায়েদ মিনহাজ সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল চেকপোস্ট এলাকার বাস টার্মিনালে গ্রিন লাইনের একটি বাসে অভিযান চালানো হয়। অভিযানে বাসের সিটের নিচ থেকে ১০টি সোনার বার উদ্ধার করা হয়। যার ওজন এক কেজি ১০০ গ্রাম। তবে এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারী কৌশলে পালিয়ে যান। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য এক কোটি টাকা।

বাংলাদেশ সময়: ১৩১৭ ঘণ্টা, জুন ২৩, ২০২২
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।