ঢাকা, সোমবার, ১৬ আষাঢ় ১৪৩১, ০১ জুলাই ২০২৪, ২৩ জিলহজ ১৪৪৫

জাতীয়

তালায় ডাকাতির প্রস্তুতিকালে চাপাতিসহ গ্রেফতার ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৯ ঘণ্টা, জুন ২৪, ২০২২
তালায় ডাকাতির প্রস্তুতিকালে চাপাতিসহ গ্রেফতার ৩

সাতক্ষীরা: সাতক্ষীরার তালায় ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছে থাকা ২টি চাপাতি ও একটি ছুরি উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৪ জুন) ভোররাত সাড়ে তিনটার দিকে উপজেলার কৃষ্ণকাটি বিল থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। তারা হলেন- খুলনার ডুমুরিয়া উপজেলার গোলনা গ্রামের দ্বীন মোহাম্মাদ মীরের ছেলে আলমগীর হোসেন মীর (২৮), পাইকগাছা উপজেলার বান্দিকাটি গ্রামের আব্দুল গনি শেখের ছেলে সুমন শেখ ( ২৭) এবং রাড়ুলী গ্রামের আকবার শেখের ছেলে সিদ্দিক শেখ (৩৫)।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান এ তথ্য নিশ্চিত করে জানান, ডাকাতির প্রস্তুতিকালে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে তালা থানায় সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে।

বাংরাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, ২৪ জুন, ২০২২
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।