ঢাকা, মঙ্গলবার, ২৪ বৈশাখ ১৪৩১, ০৭ মে ২০২৪, ২৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

জাজিরায় বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে আহত ২

ডিস্ট্রিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৩ ঘণ্টা, জুন ২৮, ২০২২
জাজিরায় বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে আহত ২

শরীয়তপুর: শরীয়তপুরের জাজিরায় বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন আহত হয়েছেন। এদের মধ্যে আহত অটোরিকশাচালক আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।

মঙ্গলবার (২৮ জুন) সকাল ১১টার দিকে পৌরসভার জমাদ্দার মোড়ের কাছে নড়িয়া-জাজিরা প্রধান সড়কে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা গেছে, শরীয়তপুর থেকে ঢাকাগামী পদ্মা ট্রাভেলসের একটি বাসের সঙ্গে নড়িয়ার একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে ভেঙে যায়। এ সময় অটোরিকশাচালক আনিস দেওয়ান (৫০) ও যাত্রী আয়শা বেগম গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আহত আয়েশা বেগম কুন্ডেরচর ইউনিয়নের কালু বেপারী কান্দির বাসিন্দা বাদশা বেপারীর স্ত্রী। আহতদের অবস্থার অবনতি হলে চিকিৎসক তাদের শরীয়তপুর সদর হাসপাতালে পাঠান।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ পাঠানো হয়েছে। প্রয়োজন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, জুন ২৮, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।