ঢাকা, বুধবার, ২৪ বৈশাখ ১৪৩১, ০৮ মে ২০২৪, ২৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নারীকে এসিড নিক্ষেপ, যুবক আটক 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩০ ঘণ্টা, জুন ২৮, ২০২২
নারীকে এসিড নিক্ষেপ, যুবক আটক 

বরগুনা: বরগুনায় এক নারী চা দোকানিকে এসিড নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কামাল (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

 

মঙ্গলবার (২৮ জুন) এ তথ্য নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ।

পুলিশ জানায়, সোমবার (২৭ জুন) রাত সাড়ে ১১টার দিকে বরগুনা সদর উপজেলার আয়লা পাতাকাটা ইউনিয়নে এ ঘটনা ঘটে।

অ্যাসিড দগ্ধ পারভীন বেগম একই ইউনিয়নের শাহজাহান মিয়ার মেয়ে। ওই ইউনিয়নের বৈকালিন বাজারে তার একটি চায়ের দোকান রয়েছে। আটক কামালও একই ইউনিয়নের গাবতলী এলাকার বাসিন্দা। তিনি ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক।

লাইলী বেগম নামে এক নারী জানান, ওই নারীর চিৎকারে স্থানীয়রা ছুটে গিয়ে মোটরসাইকেলসহ কামাল নামে এক যুবককে ধরে ফেলেন। পরে ৯৯৯-এ ফোন করে জানালে পুলিশ ঘটনাস্থলে এসে তাকে আটক করে।

সদর হাসপাতালের জরুরি বিভাগের সহকারী সার্জন ডাক্তার শামসুদ্দোহা জানান, পারভীনের মুখের ১০ ভাগ পুড়ে গেছে। অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।  

এ বিষয়ে বরগুনা পুলিশ সুপার মুহাম্মদ জাহাঙ্গীর মল্লিক জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে স্থানীয়রা জানিয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। বাকিদের আটকের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, জুন ২৮, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ