ঢাকা, বুধবার, ২৫ বৈশাখ ১৪৩১, ০৮ মে ২০২৪, ২৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

অনলাইনে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলির কার্যক্রম শুরু বুধবার

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৩ ঘণ্টা, জুন ২৮, ২০২২
অনলাইনে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলির কার্যক্রম শুরু বুধবার

ঢাকা: অনলাইনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলীর পাইলটিং কার্যক্রম শুরু হচ্ছে বুধবার (২৯ জুন)।

এদিন সকাল সাড়ে ১০টায় গাজীপুরের কালিয়াকৈর থেকে এ কার্যক্রম শুরু হতে যাচ্ছে।

 

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এবং সিনিয়র সচিব আমিনুল ইসলাম খান এই কার্যক্রমের উদ্বোধন করবেন।  

এ উপলক্ষে কালিয়াকৈর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন।

করোনা ভাইরাসের কারণে প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকায় ২০২০ সালের ২৫ অক্টোবর এক আদেশে শিক্ষক বদলি বন্ধ করে দেয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

গত ১৩ জুন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়।

এ সংক্রান্ত আদেশে বলা হয়, ২০২০ সালের ২৫ অক্টোবরের আদেশ বাতিল করা হলো।

এখন বদলি কার্যক্রম অনলাইন ও ম্যানুয়ালি সম্পন্ন হবে বলে জানিয়েছেন এক কর্মকর্তা। তবে এবারই প্রথম অনলাইনে বদলি কার্যক্রম চালু করা হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, জুন ২৮, ২০২২
এমআইএইচ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ