ঢাকা, সোমবার, ৩০ বৈশাখ ১৪৩১, ১৩ মে ২০২৪, ০৪ জিলকদ ১৪৪৫

জাতীয়

রূপগঞ্জে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার ৩ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২০ ঘণ্টা, জুলাই ৩, ২০২২
রূপগঞ্জে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার ৩ 

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে শবনম ভেজিটেবল ওয়েল মিলস নামের একটি ফ্যাক্টরিতে চাঁদাবাজি করার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।  

রোববার (৩ জুলাই) ভোরে উপজেলার তারাব এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

 

গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন- তারাব এলাকার নৈমুদ্দিন মুন্সির ছেলে শহিদুল্লাহ, আব্দুল বারেকের ছেলে আকবর বাদশা, শহিদুল্লাহর ছেলে সাইফুল।

এর আগে, গত শুক্রবার (১ জুলাই) রাতে ভেজিটেবল ওয়েল মিলস কারখানাটির নিরাপত্তা কর্মকর্তা ফেরদৌস মিয়া বাদী হয়ে রূপগঞ্জ থানায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
 
মামলা এজাহার সূত্রে জানা যায়, শহিদুল্লাহ, আকবর বাদশা, সাইফুল, কুত্তা মাসুদসহ স্থানীয় কয়েকজন গত ৩০ জুন রাতে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ফ্যাক্টরিতে প্রবেশ করে কর্মকর্তাদের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন।   চাঁদা দিতে অস্বীকার করলে তারা কয়েকজন কর্মকর্তাকে মারধর করেন। এ সময় ফ্যাক্টরির অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা এগিয়ে আসলে  অভিযুক্তরা হুমকি দিয়ে চলে যান।

এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, এ ঘটনায় মামলা দায়েরের পর তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। পরে তাদেরকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, জুলাই ৩, ২০২২
এমআরপি/ইআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।