ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

কিশোরগঞ্জে ছিনতাইয়ের প্রস্তুতিকালে আটক ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৮ ঘণ্টা, জুলাই ৪, ২০২২
কিশোরগঞ্জে ছিনতাইয়ের প্রস্তুতিকালে আটক ৩

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে অভিযান চালিয়ে ছিনতাইয়ের প্রস্তুতিকালে চাকুসহ তিন ছিনতাইকারীকে আটক করেছে র‌্যাব।

রোববার (০৩ জুলাই) রাতে কিশোরগঞ্জ র‌্যাব ক্যাম্প থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

আটকরা হলেন- কিশোরগঞ্জ জেলা শহরের বত্রিশ-মনিপুরঘাট এলাকার তোতা মিয়ার ছেলে মো. মাসুম মিয়া (২৮), বত্রিশ-নতুন পল্লী এলাকার রতন শাহের ছেলে শুভ শাহ (২০) এবং একই এলাকার রতন বসতের ছেলে দিগন্ত বসত (২১)।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে যে, আসন্ন ঈদুল আযহাকে সামনে রেখে একটি ছিনতাইকারী চক্র কিশোরগঞ্জ জেলা শহরসহ সদর থানা এলাকায় ছিনতাই করতো। গভীর রাতে তারা ইজিবাইক, যাত্রা পথে যাত্রীদের কাছ থেকে টাকা পয়সা, মোবাইল ও স্বর্ণলংকার ছিনিয়ে নেওয়াসহ সাধারণ মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি করছিল। এ তথ্যের ভিত্তিতে ছিনতাইকারী চক্রের ওপর নিরবচ্ছিন্ন গোয়েন্দা নজরদারী চালানো হয়। এর পর রোববার রাত ৯টার দিকে জেলা শহরের মনিপুরঘাট এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাব সদস্যরা। এ সময় ছিনতাইয়ের প্রস্তুতিকালে চাকুসহ চক্রের তিন সদস্যকে আটক করা হয়।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা ছিনতাইয়ের বিষয়টি স্বীকার করেছেন। ওই সময় তারা ছিনতাই করার জন্যেই সেখানে সমাবেত হয়েছিল বলেও স্বীকার করেন তারা।

র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান জানান, আটকদের বিরুদ্ধে কিশোরগঞ্জ মডেল থানায় মামলা দায়ের কার্যক্রয় প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ০৯৫৭ ঘণ্টা, জুলাই ০৪, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।