ঢাকা, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

জাতীয়

বন্যায় ক্ষতিগ্রস্তদের আরও দুই কোটি টাকা ও এক হাজার টন চাল বরাদ্দ

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪০, জুলাই ৫, ২০২২
বন্যায় ক্ষতিগ্রস্তদের আরও দুই কোটি টাকা ও এক হাজার টন চাল বরাদ্দ

ঢাকা: বন্যাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে মানবিক সহায়তা হিসেবে বিতরণের লক্ষ্যে আরও এক হাজার টন চাল, নগদ দুই কোটি টাকা এবং ৪০০ বান্ডিল ঢেউটিন বরাদ্দ দিয়েছে সরকার।  

মঙ্গলবার (০৫ জুলাই) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে এ বরাদ্দ দেওয়া হয়।

বরাদ্দ পত্রে বলা হয়েছে, বন্যায় ক্ষতিগ্রস্ত সিলেট ও সুনামগঞ্জ জেলার জন্য ৫০০ মেট্রিক টন করে মোট এক হাজার মেট্রিক টন চাল ও এক কোটি করে নগদ দুই কোটি টাকা এবং ২০০ বান্ডিল করে মোট ৪০০ বান্ডিল ঢেউটিন বরাদ্দ দেওয়া হয়েছে।

এছাড়াও প্রতি বান্ডিল ঢেউ টিনের সঙ্গে আবশ্যিকভাবে ক্রসড চেকের মাধ্যমে নগদ দেওয়ার লক্ষ্যে তিন হাজার টাকা করে মোট এক কোটি ২০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, জুলাই ০৫, ২০২২
জিসিজি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।