ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শার্শা সীমান্ত থেকে ১৮ কেজি রূপা আটক 

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪২ ঘণ্টা, জুলাই ৬, ২০২২
শার্শা সীমান্ত থেকে ১৮ কেজি রূপা আটক 

বেনাপোল (যশোর): শার্শা সীমান্ত থেকে ১৮ কেজি চোরাই রূপা ও একটি মোটরসাইকেল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

 

বুধবার (৬ জুলাই) দুপুরে শার্শার গোগা সীমান্ত থেকে রূপার এ চালানটি জব্দ করা হয়।  

খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মাদ তানভীর রহমান জানান, গোগা সীমান্ত দিয়ে চোরাকারবারিরা ভারত থেকে বিপুল পরিমাণ রূপার চালান নিয়ে বাংলাদেশের সীমানায় ঢুকেছে- গোপন সূত্রে এমন খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। অভিযানের বিষয়টি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। এরপর পরিত্যক্ত অবস্থায় সেখান থেকে ১৮ কেজি রূপা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।  

জব্দ করা রূপার বাজার মূল্য ২৫ লাখ টাকা বলে জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, জুলাই ৬, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।