ঢাকা, রবিবার, ২২ আষাঢ় ১৪৩১, ০৭ জুলাই ২০২৪, ২৯ জিলহজ ১৪৪৫

জাতীয়

ঈদযাত্রা: থেমে থেমে চলছে গাড়ি, পরিবহন সংকটে যাত্রীরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৬ ঘণ্টা, জুলাই ৯, ২০২২
ঈদযাত্রা: থেমে থেমে চলছে গাড়ি, পরিবহন সংকটে যাত্রীরা

সাভার (ঢাকা): আগামী রোববার (১০ জুলাই) পবিত্র ঈদুল আজহা। ঈদের আগের দিনও সড়কে যানবাহনের চাপ রয়েছে।

যানজট না থাকলেও থেমে থেমে চলছে পরিবহনগুলো। অন্যদিকে সড়কে যানবাহন থাকলেও পরিবহন সংকটে দীর্ঘ সময় অপেক্ষা করছে ঘরমুখো মানুষ।

শনিবার (৯ জুলাই) সকাল ১০টার দিকে ঈদযাত্রার তৃতীয় দিনে উত্তরবঙ্গের বহির্মুখী গুরুত্বপূর্ণ মোড় বাইপাইল এলাকায় এ চিত্র দেখা গেছে।

আরও দেখা গেছে, সড়কে গাড়ি থেমে থেমে চললেও কোথাও যানজট লক্ষ্য করা যাচ্ছে না। তবে পরিবহন পাচ্ছেন না যাত্রীরা। রোদের ভেতর ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে আছেন তারা। এছাড়া ভাড়াও দিগুণ নিচ্ছেন বাসের স্টাফরা।

সাভারের সবকয়টি মহাসড়কের খবর নিয়ে জানা গেছে, ঢাকা-আরিচা মহসড়কে কোথাও কোনো গাড়ির জটলা নেই। নবীনগর-চন্দ্রা মহসড়কে বাইপাইল ত্রি-মোড়ে গাড়ি থেমে থেমে চললেও যানজট নেই। অন্যদিকে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কেও স্বাভাবিকভাবে চলছে যানবাহন।

ঢাকা উত্তর ট্রাফিকের ইনর্চাজ (প্রশাসন) আব্দুস সালম বাংলানিউজকে বলেন, গত দুদিন বেশিরভাগ মানুষই চলে গেছেন। আজ যারা যাচ্ছেন তারা সুন্দরভাবে যেতে পারছেন। আজ সকাল থেকে গাড়ির চাপ থাকলেও কোথাও কোনো যানজট ছিল না। ইতোমধ্যে ফাঁকা হতে শুরু করেছে মহাসড়কগুলো। সাভারে সব সড়কে যান চলাচল স্বাভাবিকভাবেই করছে।

বাংলাদেশ সময়: ১১০৫ ঘণ্টা, জুলাই ০৯, ২০২২
এসএফ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।