ঢাকা, সোমবার, ১৬ আষাঢ় ১৪৩১, ০১ জুলাই ২০২৪, ২৩ জিলহজ ১৪৪৫

জাতীয়

মোংলায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৮ ঘণ্টা, জুলাই ১৫, ২০২২
মোংলায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

বাগেরহাট: বাগেরহাটের মোংলা উপজেলায় পুকুরের পানিতে ডুবে জীম শেখ (০৩) ও বৃষ্টি আক্তার (০৪) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার চিলা ইউনিয়নের গাববুনিয়া গ্রামের তেলিখালি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জীম শেখ তেলিখালি এলাকার দিনমজুর দেলোয়ার শেখের ছেলে ও বৃষ্টি আক্তার একই এলাকার গার্মেন্টসকর্মী লাভলু শেখের মেয়ে। বৃষ্টি ও শেখ সম্পর্কে চাচা-ভাতিজি।

স্থানীয়রা জানা, দুপুরের আগ মুহূর্তে নিজ বাড়ির উঠানে খেলছিল শিশু দুটি। এসময় পরিবারের লোকজন কাজে ব্যস্ত থাকায় সবার অজান্তে দেলোয়ার শেখের পুকুরে পড়ে যায় শিশু দুটি। খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরের পানিতে তাদের ভাসমান অবস্থায় দেখতে পান স্বজনরা। এসময় দ্রুত উদ্ধার করে শিশু জীম ও বৃষ্টিকে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, দুই শিশুর মৃত্যুর ঘটনায় থানায় পৃথক অপমৃত্যু মামলা করা হয়েছে। দুই পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, জুলাই ১৫, ২০২২  
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।