ঢাকা, বৃহস্পতিবার, ২০ আষাঢ় ১৪৩১, ০৪ জুলাই ২০২৪, ২৬ জিলহজ ১৪৪৫

জাতীয়

মদ্যপ অবস্থায় বেপরোয়া, বান্ধবীসহ তরুণ আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৩ ঘণ্টা, জুলাই ১৬, ২০২২
মদ্যপ অবস্থায় বেপরোয়া, বান্ধবীসহ তরুণ আটক

খুলনা: খুলনায় মদ্যপ অবস্থায় বেপরোয়াভাবে লাইসেন্সবিহীন মোটরসাইকেল চালানো ও এন্টি সোশ্যাল কার্যকলাপের দায়ে দুই তরুণ-তরুণীকে  আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৬)।

শনিবার (১৬ জুলাই) সকালে র‌্যাব-৬ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোস্তাক আহমেদ এ তথ্য জানান।

আটকরা হলেন- মহানগরীর মুজগন্নী উত্তর পাড়ার শাওন কাজী (২১) ও মেহেরিন জান্নাত মারিয়া (১৮)।

র‌্যাব জানান- শুক্রবার রাতে র‌্যাব-৬ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন মহানগরীর লবনচরা থানা এলাকায় কতিপয় তরুণ-তরুণী অসামাজিক কার্যকলাপের লিপ্ত রয়েছেন। এমন তথ্যের ভিত্তিতে রাত ১১টা ২০ মিনিটে র‌্যাব সদস্যরা ওই এলাকার দারোগার ভিটা এলাকায় পৌঁছায়। সেখানে গিয়ে তারা দেখতে পায় একজন তরুণ এক তরুণীকে নিয়ে রাস্তার ওপর বেপরোয়াভাবে মোটরসাইকেল চালাচ্ছেন। পরে র‌্যাব সদস্যরা মোটরসাইকেলের গতিরোধ করে তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা মদ্যপান করেছেন বলে স্বীকার করেন। এরপর তাদের আটক করা হয়।

আটকদের নামে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লবণচরা থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১২৩ ঘণ্টা, জুলাই ১৬, ২০২২
এমআরএম/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।