ঢাকা, সোমবার, ১৬ আষাঢ় ১৪৩১, ০১ জুলাই ২০২৪, ২৩ জিলহজ ১৪৪৫

জাতীয়

মেঘনায় ডুবে কিশোরের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৮ ঘণ্টা, জুলাই ১৬, ২০২২
মেঘনায় ডুবে কিশোরের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মেঘনা নদীতে গোসলে নেমে হিমেল (১৫) নামে এক কিশোরে মৃত্যু হয়েছে।

শনিবার (১৬ জুলাই) দুপুরে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের বাহাদুরপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

হিমেল জেলার বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের আউলিয়া বাজার এলাকার জজ মিয়ার ছেলে।

নিহতের পারিবারিক সূত্র ও পুলিশ জানায়, হিমেল তার মায়ের সঙ্গে দুইদিন আগে খালার বাড়িতে আসে। শনিবার দুপুরে তার খালাতো ভাইদের নিয়ে মেঘনা নদীতে গোসল করতে যায় সে। হঠাৎ স্রোতে হিমেল নদীর পানিতে তলিয়ে যায়। তার খালাতো ভাই চিৎকার দিলে আশপাশের লোকজন অনেক খোঁজাখুঁজি করে হিমেলকে উদ্ধার করে আশুগঞ্জ মেডিল্যাব হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান বলেন, নৌ পুলিশকে ঘটনাটি জানানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, জুলাই ১৬, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।