ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

৮৫টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৫ ঘণ্টা, জুলাই ২০, ২০২২
৮৫টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

বরিশাল: বরিশালের আগৈলঝাড়ায় দেশীয় প্রজাতির মাছ রক্ষায় অভিযান চালিয়ে ৮৫টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারকের উপস্থিতিতে জব্দ জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

বুধবার (২০ জুলাই) উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের উদ্যোগে থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান চালানো হয়।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, উপজেলার রাজিহার ইউনিয়নের বাটরা সংযুক্ত খাল ও তৎসংলগ্ন উন্মুক্ত জলাশয়ে এবং চলবল বিলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা মৎস্য অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে ৮৫টি চায়না দুয়ারি অবৈধ জাল জব্দ করা হয়।

পরে জব্দকৃত জাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাখাওয়াত হোসেনের উপস্থিতিতে বাটরা-বাহাদুরপুর সড়কের ওপর আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন পেশকার সিদ্দিকুর রহমান, আগৈলঝাড়া থানার উপপরিদর্শক মামুন হোসেনসহ পুলিশ ও আনসার সদস্যরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাখাওয়াত হোসেন জানান, দেশীয় প্রজাতির মাছ রক্ষায় নিষিদ্ধ চায়না দুয়ারি জাল বিক্রি এবং ব্যবহার বন্ধে অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ২১২৩ ঘণ্টা, জুলাই ২০, ২০২২
এমএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।