ঢাকা, রবিবার, ১৫ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নিষেধাজ্ঞা না মেনে বঙ্গোপসাগরে মাছ শিকার, ২২ জেলেকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯ ঘণ্টা, জুলাই ২১, ২০২২
নিষেধাজ্ঞা না মেনে বঙ্গোপসাগরে মাছ শিকার, ২২ জেলেকে জরিমানা

পটুয়াখালী: পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার দায়ে মাছ ধরার ১০ ট্রলার জব্দসহ ২২ জেলেকে ১ লাখ ৬৪ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন।

বৃহস্পতিবার (২১ জুলাই) সকালের দিকে কুয়াকাটা নৌপুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার মোর্সেদ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, বুধবার (২০ জুলাই) সকাল থেকে রাত পর্যন্ত অভিযান চালিয়ে বঙ্গোপসাগর সংলগ্ন চর বিজয় এলাকা থেকে এসব জেলেদের আটক করা হয়। পরে উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহাকর্তৃক আটক জেলেদের ১ লাখ ৬৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া নিষেধাজ্ঞাকালীন সময়ে সাগরে আর মাছ ধরবে না মর্মে মুচলেকা দিয়ে এসব জেলেদের ছেড়ে দেওয়া হয়।

অসাধু জেলেদের বিরুদ্ধে নৌপুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।  

বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, জুলাই ২১, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।