ঢাকা, সোমবার, ১৭ আষাঢ় ১৪৩১, ০১ জুলাই ২০২৪, ২৩ জিলহজ ১৪৪৫

জাতীয়

বরিশালে বাস-থ্রি হুইলারের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪১ ঘণ্টা, জুলাই ২৪, ২০২২
বরিশালে বাস-থ্রি হুইলারের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

বরিশাল: বরিশালের বাবুগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাস ও থ্রি-হুইলারের মুখোমুখি সংঘর্ষে এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চার জন।

রোববার (২৪ জুলাই) দুপুরে বরিশালের বাবুগঞ্জ উপজেলার ছয়মাইল এলাকায়  এ দুর্ঘটনা ঘটে।

নিহত যাত্রীর পরিচয় এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ। তবে অজ্ঞাত পরিচয়ের ওই পুরুষ যাত্রীর বয়স আনুমানিক ৫০ বছর হবে বলে জানিয়েছেন বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মো. আব্দুর রহমান।

তিনি জানান, বাস ও থ্রি হুইলারের মুখোমুখি সংঘর্ষে আহত হয়ে পাঁচ জন হাসপাতালে এসেছে। তাদের মধ্যে অজ্ঞাত এক যাত্রী মারা গেছে। চিকিৎসাধীন
রয়েছেন আরো ৪ যাত্রী।

বরিশাল মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমলেশ চন্দ্র হালদার জানান, ঢাকা থেকে যাত্রী নিয়ে বরিশালের দিকে যাচ্ছিল দিদার পরিবহন কোম্পানির বাসটি। অপরদিকে বরিশাল নগরের নথুল্লাবাদ থেকে বাবুগঞ্জের রহমতপুর ব্রিজের উদ্দেশে যাচ্ছিল থ্রি-হুইলারটি।  পথিমধ্যে ছয় মাইল এলাকায় বাস ও থ্রি-হুইলারের মধ্যে সংঘর্ষ হয়।

ওসি কমলেশ চন্দ্র হালদার বলেন, দুর্ঘটনায় একজন নিহত ও চারজন আহত হয়েছেন।  বাসটিকে জব্দ করা হয়েছে।  তবে চালক পালিয়েছেন।

বাংলাদেশ সময় : ১৬৩৮ ঘণ্টা, ২৪ জুলাই, ২০২২
এমএস/ইআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।