ঢাকা, সোমবার, ২৪ আষাঢ় ১৪৩১, ০৮ জুলাই ২০২৪, ০০ মহররম ১৪৪৬

জাতীয়

রায়পুরে রাত ৮টার পর দোকান খোলা রাখায় ২৭ ব্যবসায়ীকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৪ ঘণ্টা, জুলাই ২৫, ২০২২
রায়পুরে রাত ৮টার পর দোকান খোলা রাখায় ২৭ ব্যবসায়ীকে জরিমানা

লক্ষ্মীপুর: বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি আদেশ অমান্য করে রাত ৮টার পর দোকান খোলা রাখায় লক্ষ্মীপুরের রায়পুরে ২৭ জনকে পাঁচ হাজার তিনশ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (২৪ জুলাই) রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী মাজিস্ট্রেট অনজন দাস ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেল ইকবাল উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করেন।

এ সময় থানা পুলিশ ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করে।

ইউএনও অনজন দাশ বাংলানিউজকে জানান, উপজেলায় রাত ৮টার পর দোকান খোলা রাখায় রায়পুর বাজার, বাসাবাড়ি বাজার ও রাখালিয়া বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় পৃথক মামলায় ২৭ জনকে পাঁচ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়েছে।

বিদ্যুৎ অপচয় রোধে সরকারি নির্দেশনা প্রতিপালনে উপজেলা প্রশাসন কর্তৃক অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৮২২ ঘণ্টা, জুলাই ২৫, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।