ঢাকা, সোমবার, ১৭ আষাঢ় ১৪৩১, ০১ জুলাই ২০২৪, ২৩ জিলহজ ১৪৪৫

জাতীয়

পুরাতন মোবাইল কিনতে গিয়ে ছুরিকাঘাতে শিক্ষার্থী আহত

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৫ ঘণ্টা, জুলাই ২৬, ২০২২
পুরাতন মোবাইল কিনতে গিয়ে ছুরিকাঘাতে শিক্ষার্থী আহত

ঢাকা: রাজধানীর উত্তরা আব্দুল্লাহপুর এলাকায় মো. মাহফুজুর রহমান জয় (২৪) নামে এক শিক্ষার্থী ছুরিকাঘাতে আহত হয়েছেন।

মঙ্গলবার (২৬ জুলাই) দুপুরের দিকে আব্দুল্লাহপুর এলাকার একটি বাসায় ছুরিকাঘাতের ঘটনা ঘটে।

আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত মাহফুজুর জানান, তাদের বাসা নারায়নগঞ্জ জেলার ফতুল্লার ভুইঘর এলাকায়। তিনি ঢাকা পলিটেকনিক কলেজে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের সপ্তম সেমিস্টারের ছাত্র।

তিনি আরও জানান, একটি অনলাইনের মাধ্যমে পুরাতন মোবাইল ফোন ক্রয় করার সিদ্ধান্ত নেন, যার মূল্য ৫ হাজার টাকা। মোবাইল ফোন আনতে উত্তরার আব্দুল্লাহপুর এলাকায় যান। সেখানে খন্দোকার ফিলিং স্টেশনের পাশে একটি বাসায় নিয়ে যায় শাকিব নামে এক যুবক।  

মাহফুজুর বলেন, আমাকে তিনতলা বাড়ির নিচতলায় নিয়ে যায়। ওই বাসায় আগে থেকে আরো তিনজন ছিল। ঘরের মধ্যে নিয়ে গিয়ে টেপ দিয়ে আমার মুখ বাঁধার চেষ্টা করে। বাধা দেওয়ায় পেছন থেকে দুজন আমার বাম পাজরে ছুরিকাঘাত করে এবং আমার সঙ্গে থাকা ২৭ হাজার টাকা ও অর্ডার দেওয়া মোবাইলফোন নিয়ে যায়। চিৎকার করলে বাড়ির মালিক নিচে নেমে আসেন, এরই মধ্যে তারা পালিয়ে যায়। পরে সেখান থেকে দুই যুবক আমাকে প্রথমে টঙ্গি হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিক্যাল নিয়ে আসে।

তবে চিকিৎসায় সহায়তাকারী দুই যুবকের কাউকে চেনেন না বলে দাবি করেন মাহফুজুর।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, ছুরিকাঘাতে এক ছাত্র আহত অবস্থায় হাসপাতালে এসেছে। তার বাম পাজরে ও কানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।

বাংলাদেশ সময়: ২১৩৭ ঘণ্টা, জুলাই ২৬, ২০২২
এজেডএস/এসএ 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।