ঢাকা, শুক্রবার, ১৬ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

দেশ রূপান্তর সম্পাদক অমিত হাবিবের মৃত্যুতে আইজিপির শোক

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৮ ঘণ্টা, জুলাই ২৯, ২০২২
দেশ রূপান্তর সম্পাদক অমিত হাবিবের মৃত্যুতে আইজিপির শোক অমিত হাবিব

ঢাকা: দৈনিক দেশ রূপান্তর পত্রিকার সম্পাদক বিশিষ্ট সাংবাদিক অমিত হাবিবের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ড. বেনজীর আহমেদ বিপিএম (বার)।

বৃহস্পতিবার (২৮ জুলাই) রাতে আইজিপি এক শোকবার্তায় বলেন, অমিত হাবিব দেশের সাংবাদিকতার জগতে এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন।

তার মৃত্যুতে দেশ একজন বরেণ্য সাংবাদিককে হারাল।

আইজিপি মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (২৮ জুলাই) রাত ১১টায় রাজধানীর নিউরোসাইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বাংলাদেশ সময়: ১৩১৮ ঘণ্টা, জুলাই ২৯, ২০২২
এজেডএস/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।